কোয়ারেন্টাইনে ঘরে বসে দেখুন টঙঘরের ২৫টি শর্টফিল্ম

করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশের মানুষেরও এখন সময় কাটছে ঘরে বসেই। রাজধানীসহ সারা দেশের মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে মাঠে কঠোর অবস্থানে সেনাবাহিনী।

এরকম ঘরবন্দি সময়ে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ দেখে।

যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আগ্রহী, তারা অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম থেকে দেখে নিতে পারেন নিজের ইচ্ছে মতো। পাশাপাশি টঙঘরের ইউটিউবে থাকা বিভিন্ন দেশের, ভিন্ন ভিন্ন ভাষার অন্তত ৩০টি শর্টফিল্ম দেখে নিতে পারেন।

কোয়ারেন্টাইনের সময়ে ঘরে বসে সিনেমা দেখুন। নিরাপদ থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলুন। সামাজিক নয়, শারীরিক দূরত্ব বজায় রাখুন…

টঙঘর টকিজের শর্টফিল্মগুলো দেখতে ক্লিক করুন:

Menu